আধুনিকায়নের লক্ষ্যে ব্যতিব্যস্ত মনুষ্য সমাজ!
কল্পনার জলরঙে পৃথিবীর দুই মেরু আজ সুসজ্জিত ।
অথচ কোথাও কোন ধারাপাত নেই!
সর্পিল সড়ক জুড়ে পেঁচি কেটে পার হয় ভ্রষ্ট বিবেকের শুয়োপোকা,
নিজেদের মধ্যে কোন জানাশোনা নেই ।
একই আকাশ তলে বিভিন্ন বিত্তের পদচিহ্ন-
প্রাচুর্যের শ্রেণীভেদে হীনমন্যতার পরিচয়!
উঁচুতলার প্রাসাদে প্রশস্ত কপালি লোক আর নিচুতলে যাচ্ছেতাই ।


প্রেমের পৃথিবী আজ প্রেমের কাঙাল ।নষ্ট আদমের রোষে
অগ্নিদগ্ধ ছন্দময় কবিতার পান্ডুলিপি । রসখসহীন
পৃথিবীটা আজ যেন গণিতশাস্ত্রের সূত্রাবলী!