বুদ্ধিটা তোর ভালই তো বেশ
রাজনীতিতে ভীষণ পাকা,
পথিক মেরে সচল রাখিস
চ্যাংদোলা ঐ গাড়ির চাকা ।


প্রতিপক্ষ করতে ঘায়েল
সিদ্ধান্ত নিস অবেলায়,
কচি মনে করতে আঘাত
এজলাশে দিস ফাঁসির রায়!


ফাঁসির রায় ক্ষুদ্ধ হয়ে
আসবে যখন ধর্মঘট,
তুই তো বড় প্লেয়ার বটে
পাল্টে দিবি চিত্রপট ।


বলবি তখন কর্ম এদের
বাচ্চা-শিশু অবক্ষয়ের
হরতাল দিয়ে আঁচড় কাটে
শিশুর মনে তীব্র ভয়ের ।


মানুষ তো আর নয় রে বোকা
তাদের এখন বহুত জ্ঞান,
ছোট্ট শিশুর পরীক্ষাতে
বিঘ্ন ঘটায় তোদের ধ্যান ।