"বেকারত্বের আত্মহত্যা"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


বেকারে আছে বে আর কার,
সমাজটা ধ্বংসের জয়জয়কার।
মানুষের মত মানুষ নাই আর,
মানুষ হিসেব করে শুধু আত্মহত্যার ||


ভাগ্যে বিশ্বাসী বলে করেনা কষ্ট ,
আলস্যে কাটিয়ে সময় করে নষ্ট।
বদলাতে পারে জীবন যদি করে একটুখানি  কষ্ট,
অনাহারে মরবে তবুও অনড়, আদতে এটা মস্তবড় পথভ্রষ্ট!!


মানুষ নিজ কক্ষপথে ঘোরায় জীবন,
বিচ্যুতি ঘটায় না যদি আসে আলস্যের মরণ |
দিন যায় ক্ষয়ে , আসে সময়ের মৃত্যু ঘনিয়ে
সিস্টেমের দোষারোপে ব্যস্ত আমরা ইনিয়ে বিনিয়ে |


হে মানব, আপনকে করো কঠিন কষ্টিপাথর,
যেন শোনা না যায় বেকারত্বের হাহাকার
নিজ জীবনে আসে যেন উল্লাসের জয়জয়কার ||