"ক্ষুধার্তের কারাবরণ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


মহী তে ক্ষুধার্ত যেজন
সে জন জানে খাদ্যের কি প্রয়োজন ||
উদরের জ্বালায় নাড়িভুড়ি করেছে কারা বরণ
কেউ ত বুঝতে চাই না ক্ষুধার্তের জ্বালা বরণ ||


আশায় আছে কবে পাবে মুক্তি
পাবে সঞ্চালনের একটু শক্তি
যদি সেইখানে পড়ে একটু খানি ভোজনের ভক্তি||


কবে গিলছে দেহ আমিষ আর শর্করা
সে ত জানেই না বাপু,আসলে এটা এক আস্ত বড় মশকরা||


তবুও নাই তাদের কোনো অভিযোগ,
মনে করে এটা খোদা তায়ালার-ই উদ্যাগ
তা মেনে নিয়ে সবার মুখ বন্ধ,
ধনীদের দয়া নাই, আসলে তাদের মুখ ও বন্ধ


আহা! কি নির্মম সদা সত্য??
ক্ষুধার জন্য প্রাণ হারিয়ে মানুষ আজ পৃথিবী অদৃশ্য ||