"সময়ের প্রতিদান "
মুহাম্মদ মিরাজ উদ্দিন



অর্থহীন বয়স বেড়ে যাচ্ছে আমার
আমি থমকে যায় দেখে অধঃপতনের ভার
দিন যায় রাত আসে সময় যায় আপোষে
আমি থমকে যায় তা দেখে এই বয়সে ||


মস্তিষ্কে নেমে আসে বার্ধক্যের চাপ
হিসেব মিলে না করেছি এত পাপ
নাইকো সময় শুধরানোর নিজেকে
পার করেছি অবহেলায় শয়তানের তরিকে ||


দাদুর কাছে আজও আমি ছোট্ট শিশু
এই ভেবে করেছিলাম ভুল তাইতো এতকিছু
পরোয়া করিনি জীবনের কোনো সময়সূচী
তাই জীবন ও করেনি ক্ষমা,গলায় ঝুলিয়েছে ফাঁসি ||


মরণ সন্ধিক্ষণে বেহায়া আমি জপি তোমার নাম
খোদা আমায় ক্ষমা করো, মুচে দাও আমার সকল পাপ ||