শোন মেয়ে-১
______________

আমি তোমার পালে
আমার আয়ত্তে থাকা সমস্ত বাতাস জুড়ে দিয়েছি।
এই নিয়েই পার হবে তুমি তোমার দুঃখ নদী,
আমি আমার খোলা আকাশ খুলে দিয়েছি
রাখিনি কোন আকাশ সীমা
যেন তুমি উড়তে পার নিরবধি।
আমি দিয়েছি নক্ষত্রের নীচে সমস্ত পথ খুলে
যেন তুমি চলতে পার বিনা বাধায়
আসতে পার আমার সীমা অবধি।

শোন,শোন মেয়ে
আমি রাখিনি কিছু
নিজের জন্য
শুধু তোমার মুখ চেয়ে।