দুঃখ নদী
---------------------------
খুব পুরোনো নদীর ধারে
আমাদের দেখা হয়েছিল।
দুজনেই এসেছিলাম দুঃখ
ভুলতে।
একই রঙের দুঃখ
একই আকারের অভিমান
আমাদের মিলিয়ে দিল
দুঃখ নদীর তীরে।

নদী আমাদের দুঃখ ভোলাতে পারে নি
আমরা এক অন্যের দুঃখ শুনেছিলাম।
দুঃখের সাদৃশ্য আমাদের মিলিয়ে দিল
দুঃখ নদীর পাড়ে।

আমাদের এখনো দেখা হয়
তুমি নদীর এপার,
আমি বসে থাকি ওপার।
আমাদের মাঝে নিঃশব্দে কথা হয়,
মাঝে থাকে জাগ্রত দুঃখ নদী,
হাতছাড়া হওয়া সময়,
আর
অতল ডুবে যাওয়ার ভয়।
এখনো আমরা নদীর  দুই তীরে  বসি
হবে না এই টুকু জেনে,
নিত্য মেনে সত্যিকারের
এক  ক্ষমাহীন পরাজয়।

২৭-৪-২০২৩