বহুদিনের ভুল
--------------------
এক অলস দুপুর নিয়ে
আমি নিশ্চুপ হয়ে বসে থাকি।
ঝিম ধরা ক্লান্ত অবসাদে
দুপুর পেরিয়ে বিকেল নামে।
যেন বহুদিনের এক ভুল
মনে পড়ে তোমার নামে।


বিকেল কেমন বিষাদে
বিবশ হয়ে থাকি।
একা একা উদাস চোখে
ব্যলকনিতে যখন সন্ধ্যা নামে।
যেন বহুদিনের এক ভুল
মনে পড়ে তোমার নামে।


রাতের চোখে রাত ঘুমায়
শুধু আমি জেগে থাকি।
সকাল দুপর রাত
হিসেব মিলাই
হিসেব আর মেলে না।
যেন বহুদিনের এক ভুল
মনে পড়ে তোমার নামে।
বহুদিনের এক বেহিসেবী ভুল
দিনে দিনে নিচ্ছে মাশুল।