ধর্ষিতা  নারী করে আর্তচিৎকার
উল্লাসে ফেটে পড়ে শকুনের দল
খণ্ডিত মানবতা ঢেকে রাখে চোখ
লাঞ্ছিত আজ না ফোটা  শতদল।।

লজ্জায় মুখ ঢাকে অমানুষের ভীড়ে
কিশোরির ছোট ছোট স্বপ্ন যত
যেই শিশু উড়ে মেলে প্রজাপতি পাখা
শকুনকালো হাত বাড়ায় দেহে ক্ষত।।

জানোয়ারের লালসা ছায়া ফেলে পথে
রক্তে ভেসে যায় কিশোরীর দেহ
এত অনাচার দেখেও থাকি  নিশ্চুপ
পাপময় সংসারের দাস হই কেহ !!

উঠোনে যেই শিশু বাড়ে হেসে খেলে
আচমকা পা পড়ে শকুনের ফাঁদে
অকালমৃত্যুর দিন জপে ধর্ষিতা নারী
নরপশুই বেঁচে থাকে মহা-অপরাধে।।

পিশাচের কালো হাতে লাঞ্ছিতা নারী
এই সমাজে অপরাধির নেই  দণ্ডবিধি
আর্তনাদের সুর হারায় অন্ধকারে
প্রতিরোধ করো পাপ-হে জগৎবিধি !!

১৫, মে ২০১৭
ঢাকা, বাংলাদেশ