মানবতা
------------
কোথায় গেল মানবতা আজ
সকলই বুঝি শেষ
মানুষে-মানুষে নিষ্ঠুরতায়
কাঁদছে সকল  দেশ ।।

ভালবাসার সুখের স্বর্গ
জানিনা কত দূরে
পৃথিবীর মাটি কম্পিত আজ
আর্তনাদের সুরে ।।

ধর্মের বাণী বিফলে কাঁদে
মানুষের কর্ম ফলে
হিংস্র মনে মানব আত্মা
জন্মিবে কোন্ কালে !!

জগত জুড়ে অশুভ শক্তি
মানবতা করেছে বিলীন
যুদ্ধ বিগ্রহে সকল শান্তি
ধুলাতে হলো মলিন ।।

মানুষরূপী হায়েনারা বসে
নিষ্ঠুর হাসি হাসে
আজকে যেন বাঁচার স্বপ্ন
রক্তের স্রোতে ভাসে ।।

শকুনের থাবায় ক্ষত বিক্ষত
মানুষের দেহ প্রাণ
কে বাজাবে দানবের বুকে
চেতনা জাগাবার গান ।।

কে শোনাবে আশার বাণী
রোধিবে কে সন্ত্রাস
মনুষ্যত্বের বিজয় নিশানে
ছেয়ে যাবে আকাশ ।।

দেখবো কবে সুখের পায়রা
উড়বে হৃদয় জুড়ে
মানবতা উঠবে হেসে
অরুণ আলোর সুরে । ।

২৭ আগষ্ট, ২০১৬