সবাই বলে কালো মেয়ে
পাবে কোথায় ঘর –
ঘুচবে কবে আইবুড়ো নাম
কোথায় পাবে বর !!

পায়না ভেবে কারবা দোষে
রঙটি বেজায় কালো –
তবু মেয়ের বুকের ভিতর
জাগে আশার আলো ।।

লুকিয়ে থাকা  কষ্টগুলো
চোখের কোণে রেখে –
বৃষ্টি ধারায় দেয় ভাসিয়ে
বাঁচার স্বপ্ন দেখে ।।

ভোরের পাখি রোজ সকালে
শোনায় এসে গান –
বলে ডেকে “ও মেয়ে তোর
কাঁদছে নাকি প্রাণ !!

আমি যদি না ডাকি তো
কেমনে হবে ভোর -
আয় না গানের পাখি হবি দু:খ যাবে তোর ।।”

কালো মেয়ের কণ্ঠে এবার বাজলো সুরের রেশ –
পাড়ার সবাই বললো হেসে
এই মেয়েটি বেশ ।।

মেঘে ঢাকা গোমড়া মুখে
ফুটলো মধুর বুলি –
কালো রঙের দোষের কথা
সবাই গেলো ভুলি ।।

রাতের কালো জড়িয়ে থাকে
ওই মেয়েটির গায় –
বুকের মাঝে ইচ্ছেরা সব
আকাশ ছুঁতে চায় ।।

সবাই বলে কালো মেয়ে
এবার খাঁটি সোনা –
তার হাসিতে পাড়া জুড়াবে
কেউ করো না মানা ।।

গায়ের রঙটি যেমন তেমন
কিবা আসে যায় –
এই মেয়েটি আশার আলোয়
পথ যে খুঁজে পায় ।।

২৯ জানুয়ারি ২০১৬।