বাজলো হৃদয়ে সুর
--------------
সেদিন আমায় দিয়েছিলি
দুঃখ যত ভারি
আজকে দেখি দু’চোখ বেয়ে
বৃষ্টি ঝরে তোর-ই ।।

বলেছিলি আমার এ রূপ
যায়না মনে রাখা
আজকে কেন তোরই আকাশ
কালো মেঘে  ঢাকা ।।

ফিরিয়েছিলি শূণ্য হাতে
দুয়ার বন্ধ করে
আজকে এসে ডাক পাঠালি
মোহন বাঁশির সুরে ।।

ভেবেছিলাম বইতে এ ভার
জনম যাবে বৃথা
বন্ধ ঘরে নিজেরই এসে
ভাঙ্গলি নিরবতা ।।

মেনেছিলাম এই জীবনে
আর হবেনা দেখা
আজ সহসা মিললো এসে
দুটি পথের রেখা ।।

এমুখ নিয়ে লুকিয়ে ছিলাম
অন্ধ গহীন বনে
সেইতো এলি, হাত বাড়ালি
রইলি বুকে টেনে ।।

ভয়ে ছিলাম অন্ধরাতের
সূর্য অনেক দূর
ফিরলি যখন বাজলো ঘরে
সাত সকালের সুর ।।

যেমন ইচ্ছে করিস খেলা
খেলার সাথি হই
দূরে গেলেও ফিরবি জানি
সেই আশাতে রই ।।

১ সেপ্টেম্বর ২০১৬