"আমার কবি”
-মিনু গরেট্টী কোড়াইয়া

তোমাকে কবি করেছি ধ্যান, পূজেছি দিয়ে মালা;
তোমাকে স্মরি, তোমাকে ধরি, আমি পূজারিনী বালা ।।

কখনো তোমায় দেখিনি চোখে, নাই আক্ষেপ তাতে;
যেইরূপ জানি ভগবান মানি, মগ্ন থাকি তোমাতে ।।

তোমার মাঝে সূর্যকে পাই, আসমান ধরি হাতে
তোমার সুরের বৃষ্টি ঝরে, আমারই আঁখি পাতে ।।

আমার মাঝে তোমাকে খুঁজি, আমাকে যাই ভুলে;
আমার যত না বলা কথা, কবিতায় রেখেছ তুলে !!

২২শে শ্রাবণ  যায় আর আসে, তোমারই  বিরহ লয়ে;
আমার চোখে বর্ষা-নদী, গান হয়ে যায় বয়ে।।

তোমারই গান আমারে কাঁদায়
ভাসায় অজানা স্রোতে
সাধ জাগে মনে তোমারে আমি
পাই যদি কোনো মতে ।।

অন্তরে তুমি আছো চিরদিন
জ্যোতি হয়ে  দু’নয়নে
তোমাকে ভাবি বেলা অবেলায়
থাকো যে গভীর স্বপনে ।।

তোমার বাণী হৃদয়ে বাজে
মুগ্ধ করেছে  আমায়
আমার সকল ধ্যান ও জ্ঞানে
রয়েছো মহা মহিমায় ।।
২২শে শ্রাবণ, ৬ আগষ্ট, ২০১৬

ছবিটি এঁকেছেন Kausik Ghosh

কবিগুরুর চরণে আমার শ্রদ্ধা
৭ আগষ্ট, ২০১৮