আমার বিষন্নতা অমাবশ্যার মত
না সরে মেঘ, না কাটে রাত;
আমি জেগে রই মেঘের শব্দে
বুকে বাজে বজ্রের আঘাত ।।


আমার পৃথিবী বিষন্নতায় ভরা
নেই আনন্দ-কোলাহল;
না পাই আশ্রয়, নাই ভরসা
এ ভরা জীবন নদী, বিশাল-অতল।।


জানি, ঝরাফুলও কখনো কখনো
দেবতার পায়ে পায় ঠাই;
আমার জীবন এমনি বিফল
মূল্য আর কিছু তার নাই।।