তুমি চলে গেলে আপনমনে
--মহাদেব দাশ
সেদিন সকালের কুয়াশায় চাদরে ঢাকা
হেমন্তের ঝিরি ঝিরি মাতাল হাওয়াতে
চাদরটা টেনে আপন গায়ের উপরে
দু’চোখের পাতা এক হওয়াতে
অলস সময়টা পার করছিলাম।

একটু পরেই আসবে তুমি
নুপুরের ছন্দে শুভ্র বসনে এলোকেশি নয়ণে
ঘুম ভাঙ্গাতে আসবে আমার
প্রতিদিনের মত, হাতে এককাপ চা
মনে মনে আশা করছিলাম।

হঠাৎ খট খট শব্দে মনের আনন্দে
নিদ্রাদেবীকে বিদায় জানালাম।
একটুখানি মাথা উঁচু করতেই দেখি
শুন্য, ঘরখানা ফাকা দেখছি, ঠিকই
তোমাকে খুজে নাহি পেলাম।

তুমি চলে গেলে আপনমনে ছলছলিয়ে
আমি শুধুই চেয়ে চেয়ে দেখলাম।
রাগ, নাকি অভিমান ছিল তোমার
কিছুই তো বুঝেনি আমারই অন্তর
শুধু নিরাশাই বুক বাঁধলাম।
০৯/১২/২০২১ ইং