অনেক বছর আগে আক্কাস নামে এক যুবক একদিন একটা অশিক্ষিত সমাজে
স্কুল তৈরী করার পরিকল্পনা দিল,
সাথে সাথে মাতব্বর প্রশ্ন করল, ঐ মিয়া নামাজ পড়ো ?
কাফের কোথাকার, শিক্ষার আলো দিতে এসেছে


তারও অনেক বছর পর ভারত ভাগ হলো
হিন্দুস্থান, পাকিস্থানের পর বাংলাদেশ এলো
মানুষ শিক্ষিত হতে শুরু করল, বাইরে হাগা-মুতের পরিবর্তে
বাড়িতে স্যানিটারী লেট্রিন ব্যাবহার করা শিখল;
রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালের পাশাপাশি
সরকারি, বেসরকারি মিল-কলকারখানা তৈরী হলো ।
এরপর বিজয়ের আটত্রিশ বছর পর হঠাৎ দেশে
রাজাকার বানানোর ফ্যাক্টরী তৈরী হলো


বলা যায় এটা ছিল একটা অভূতপূর্ব বিজয় !


এখন কাউকে পছন্দ না হলে কিছু কুকুর, শেয়াল, ভেড়া, মহিষ
এমন কি চামচিকারাও আজকাল মানুষকে রাজাকার বানায়


সবাই এখন রাজাকার হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে...