- কম্পিউটারে কি কি পেলে ?
- কিছু পারিবারিক ছবি, অফিসিয়াল ডাটা আর কিছু  
  ভিডিও গেমস ।    
- পড়ার টেবিল, বুক সেলফ ভাল করে খুঁজে দেখেছো ?
- জি স্যার, দেখা হয়েছে । বিছানা, আলমারী, ওয়্যারড্রব
  কি খুঁজে দেখার দরকার আছে স্যার ?
- অবশ্যই, প্রয়োজনে বাথরুম পর্যন্ত সার্চ করবে ।
- কিন্তু স্যার, কিছুই যদি না পাওয়া যায়, তবে কিসের
  ভিত্তিতে উনাকে গ্রেফতার করব ?
- সেটা তোমাকে ভাবতে হবেনা, তোমার কাজ তুমি করে
  যাও ।
- স্যার, সমস্ত জায়গা খুঁজে দেখা হয়েছে, কোথাও কোন
  আলামত পাওয়া যায়নি, এখন কি আমরা যেতে পারি
  স্যার ?
- যাবে মানে, জানোনা কি নির্দেশ দিয়ে আমাদের
  পাঠানো হয়েছে ?
- জি স্যার, জানি ।
- তাহলে এখনি উনাকে গ্রেফতার করো ।
- মা-নে...
- মানে উনার মাথার মধ্যে ষড়যন্ত্র আছে, যা দেশ ও
  জনগণের জন্যে মারাত্বক হুমকির কারণ হতে পারে ।
- কিন্তু স্যার, বোঝার উপায় কি যে, উনার মাথার
  মধ্যে ষড়যন্ত্র আছে ?
- আছে, আছে । মাত্র তিনদিন রিমান্ডে নিতে হবে,
  তারপর দেখবে পঁই পঁই করে কত ষড়যন্ত্র বের  
  হচ্ছে ।
- স্যার, এটা কত ধারায় পড়বে ?
- আসলে তুমি একটা আস্তো রাম ছাগল, তোমাকে
  দিয়ে কিছুই হবেনা । ধারা দিয়ে তোমার কাজ কি ?
  যাও, আসামী গাড়ীতে উঠাও ।