অাবারও নাব্যতা । মিষ্টি রোদের মধ্যে মিনিপ্যাক ঝড়, পাথুরে বালির দানায় কুয়াশার জাল, কাশমিরি শালের গায়ে ঝরাপাতা উষ্ণতায় ছন্নছাড়া কাকের ডাক । আর কত তরুলতা চোখে জলপরী ঘুম ? এবার উঠে দাঁড়াও-পিছন ফিরে দ্যাখো, নীল ব্লাউজের খাঁজে ম্যাচিং করা বোতামও ঠিক আছে । বালিঝড় মেঘের দেশে আমি একা, বাসের হাতলে ময়লা আর টক টক গন্ধে পাখ-পাখালি সুখ খুঁজছি... । এ পাড়ে কোন নৌকা নেই ।