বলছো, উড়ুনচন্ডি আমি ? অথচ এক সময় বেশ কর্মীক ছিলাম; দৈত্যের মতো না হলেও শরীরে শক্তি ছিল, আর পরিশ্রম ? এই ধরো একটা পাকা আতা বগলে চেপে ভাঙ্গতে পারতাম অনায়াসে, আর এখন একটা কাঁচা বেলও ভাঙ্গতে পারিনা ! ভাবছি, ভাঙ্গা-ভাঙ্গির একটা কৌশল বের করব এবার । নাম 'নদীসূত্র' কৌশল । মচকানো জলে একুশের ভাঙ্গন সাঁইত্রিশ-এ এসে । তখন কিন্তু আর আমাকে উড়ুনচন্ডি বলতে পারবেনা !