তোমার চোখের বর্ণমালা দিয়ে
যখন লিখে ফেললাম কয়েকটা পঙক্তি...
তখন স্পষ্ট হলো তোমাকে পড়া । বুঝলাম,
আমার রাগ  তোমাকে স্পর্শ করেছে
এবং আমি, আপনি থেকে হয়ে গেছি তুমি ।


খোলা আকাশে ছেঁড়া মেঘ, মনের নাও এ
পাল তুলি অনুকুল হাওয়ায়...
বুকের সমুদ্র উথাল-পাথাল
বদলে যাওয়া পৃথিবী রঙিন চশমা
প্রজাপতি মন উড়ে চলে ভাবনাহীন...


শান্ত দীঘির জলে ডুব দিয়ে
আমি মাপতে পারবনা নদীর গভীরতা;
জেনে রেখো মেয়ে, তুমি পার্বতী হলে
আমি দেবদাস হতে পারবনা


আকাশের পিঠ ছুঁয়ে অরণ্যকে দেখা
                 আমার সইবে না !