গা ছম ছম বাঁশ বাগানে গাঁজার আসর
লালনের ভক্ত বলে কথা, ওরা ঘর ছাড়া বাউল
কৈলকে হাতে গোল হয়ে বসা, আমি দর্শক
শুরু হলো স্বার্থহীন সুখটান, অনিন্দ্য ভেসে যাওয়া...
আকাশ নদী মেঘ সাগর পাহাড় - আহা !


নে, একটা টান দে, গুরুর জিনিস খেতে হয়;
শালা, আশে-পাশে একটা আধলা ইটও নেই !


ধৈনচে বনে শীতল হাওয়া, রাস্তার ধুলোয় টাকি মাছ
চৈতি গরমে গায়ে কম্বল, বরফ রোদ, উর্ধ্বে ঈশ্বর;
ভেসে যাক দুনিয়াদারী, সংসার, ছেলে-মেয়ে...


হায় লালন, মৃত্যুর আগে গাঁজার টানে সুখ নিলেনা !