তাকিয়ে থাকলেই যেমন দেখা হয়না ।
অনেক কথার মাঝে নিঃশব্দতা
ভেতরে আলোর বন্যা, কথার খিচুড়ি
তবু পর্দার ফাঁক গলিয়ে আসে সূর্যের কিরণ, বিমূর্ততা !


কাজের চাপ, ব্যস্ততা, বগলে ফাইল, দৌড় দৌড়
পিছনে কমিশনের গন্ধ, পদোন্নতি, মোটা মাইনে
মুচকি হাসিতে তৃপ্তির ঢেঁকুর, সার্থকতা...


মহামন, সত্যিই যোগ্যতা আছে তোর, নিশ্চয় বড় হবি !


অন্ধ, কানা, সারাদিন ফাইলের মধ্যে মুখ গুজে
পড়ে থাকে ন্যায়-নিষ্ঠ অবহেলা;
বাইরে বেরুলেই ঘুঘুর ডাক, বিষন্নতা, বড্ড মান্ধাতা
কবিতার মতো উচ্ছিষ্ট, কেউ পড়েনা ।


তোমাকে পড়বে ? এমন অধম এ তল্লাটে নেই !