গোয়ালে বাঁধা গরু, হাম্বা ডাকে অস্থির
উঠোনে মুড়ির ধান ছড়িয়ে ছিটিয়ে, খেয়াল নেই কারু
ধোঁয়ায় ভরে গেছে হেঁসেল ঘর, চুলো জ্বলছেনা,
সবাই যমুনার ডাক শুনছে...


ভাঙ্গন শুরু হয়েছে, কিছুক্ষণ পর ভাসিয়ে নিয়ে যাবে
ঘর, বাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার
কে কাকে নিয়ে আসবে, কতটুকু নিয়ে আসবে ?


মূল থেকে ছিন্নমূল, নতুন মূলের সন্ধান
পাড় থেকে বহুদূরে খাঁ খাঁ মাঠ, রোদ্দুর
হলো বড়ইকান্দি গ্রাম, ধলিরকান্দি হারিয়ে গেল !


চোখ মেললেই-
আলোকিত নগর, পিচঢালা পথ, নিরাপদ আশ্রয়;
তবু আজও আমি ধলিরকান্দির বাউল !