বৃদ্ধ বয়স, শ্রম ও ঘামের অর্জন
শেষ সম্বল, সারাজীবনের সঞ্চয়, অথবা
সন্তান করেছে বাবার শেষ ইচ্ছে পূরণ,
মরুর দেশে একদিন করব হজ্ পালন
পবিত্র ভূমি, নিজ চোখে অবলোকন !


ক্ষুধা, দারিদ্র, স্বাধীনতার বিপনন
চুয়াল্লিশ বছর পর কাফনে মোড়া গণতন্ত্র
বেকার যুবক, তবু কাকের চোখে উন্নয়ন
মামু-খালুহীন যৌবন যার অদৃষ্টবাদ;
জুতোর সুখতলা ক্ষয়, চলে গেল চল্লিশ বছর !


সত্তর বছরে হজ্-এ নিয়ে গেল অদৃষ্ট
আমার শক্তি কতখানি ? আমি পদপিষ্ট !