হনুমানও স্বপ্নে নির্দেশনা পায়
হাজার বছরের ঐতিহ্যকে চূর্ণ-বিচূর্ণ করতে
অজুহাত যখন খাড়া হয় রাসায়নিক অস্ত্রের ।
গণতন্ত্রের সওদা বিলি করে বক ধার্মিক, কারন
ইরাক, লিবিয়া ধ্বংস হলে তেলখনি তো শেয়ালের'ই হবে ।


সিরিয়ার জঙ্গিদের এখন ঠেকানো যাবেনা
অস্ত্র, প্রশিক্ষণ এবং যুদ্ধের নেতৃত্তে যদি থাকে হনুমান রাজা
শরনার্থী কোন সমস্যা নয়, কুলুপ দেওয়া মুখ,
আরবলীগ, ওআইসি তোমরা খিলি পানে জাবর কাটো...


বাদশাহী হেরেমে চলুক দিলকে সরাব
রঙ্গিলা, রেশমী লেহেঙ্গার ঝুমঝুমি
নো রিস্কি সাকি, চালিয়ে যাও...
মুদিত চোখ, লা-জবাব, লা-জবাব...
ঘৃণা নয়, থুতু নয়, কোন হাগা-মুত নয়
শুধু একবার লাথি মারতে ইচ্ছে হয়, তোর ঐ স্বর্ণ-মুকুটে
মুহূর্তে ভেঙ্গে-চুরে খান্ খান্...


আইলান কুর্দি, তুমি আর পড়ে থাকবেনা সাগর তীরে
তোমার জন্যে এবার তৈরী হচ্ছে মানবিক বিশ্ব !