একটা পঙক্তি চাই কবিতার
শরীরে ভরাট যৌবন, চালকুমড়ো প্রেম
তরমুজি ঠোঁটে নৌকা বাইস
ছলাৎ ছলাৎ জল...


শ'য়ে শ'য়ে কাক পায়খানা করবে - করুক
মাথার উপর ঝাড়ু মিছিল - জানি
তবু, সবকিছু মানিয়ে নেবো কাসুন্দি আলাপনে


দহন কালেও পরেছো কৈতরি পোশাক
সুযোগ পাওনি বলে এখনো সৎ, পবিত্র
আকাশে-বাতাসে সওয়াবি চিৎকার
আমি না হয় আলগা করে দিলাম
ভেতরের সব বিষ্ঠা, দূর্গন্ধ, অন্ধকার...


আমাকে একটা পঙক্তি দাও কবিতার