ঐতিহ্যের একটা সুবিধা হলো-
কারু মাথা ফাটোনোর আগে এবং পরে
জয় বাংলার স্লোগান দেওয়া যায়
                          অনায়াশে !
ছাত্র-শিক্ষকের বোঝাপড়াটা যদি
শিক্ষিকার কাপড় না খুলে
শুধু গলাধাক্কা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে
অভিমানে জাফর ইকবাল স্যারের বৃষ্টিতে ভেজা
কিংবা শহীদ বাবার মেধাবি ছেলে হিসেবে
এত লজ্জা, অপমান বা ঘৃণার কিছু নেই ।


হামলাকারীরা ছাত্র হলে তিনি মরে যাবেন !


আহা, অন্ধকারে কী সুন্দর তাল পুকুর
প্রতিদিন ডুব দিচ্ছে জরিনা !
সারারাত কোথায় ছিলে ? কেউ জিজ্ঞাসা করেনা ।
সুন্দর বন উচ্ছন্নে যাক, রয়েল বেঙ্গল টাইগার
সব বিড়াল হয়ে গেছে, কিছু ভেঁড়াও ।