ঘুম ভাঙ্গার আগেই জাঁতার শব্দ
সকাল বেলায় খুদ-কুঁড়ো, গমের রুটি
আলুভাজি শেষ, পড়ে আছে ঝাল-নুন !
মায়ের কপালে ঘাম, সংসারে অভাব
কাস্তে, কোদাল, লাঙ্গল নিয়ে বাবা মাঠে যায়
সোনার ফসল নিয়ে আসে আট মাসের খোরাক
বাকী চার মাস বাংলা কপাল !


বোনের পরে ভাই ভাইয়ের বোন
লেখা-পড়া ভাগ্যরেখা, পুকুরঘাটে প্রেম;
বিটিভিতে বাংলা ছবি, মাসে একটা
শাবানা-ববিতার চোখের জলে আকাশ ভারি
রাজ্জাক দরিদ্রের ছেলে, কাঁদে পিচঢালা পথে...


একুশ শতকের রঙতুলি, আজও রোমান্টিকতা পায়না !