ডায়েরীর পাতা ছেড়া কাঁথা নয়
আবছায়া লেখা উজ্জ্বলতায় ঝলমল
সুন্দরবন যখন মিরপুর স্টেডিয়াম,
এক বাঘের থাবায় এগারজন বধ !


আনন্দ, ফুর্তি, হাত-তালি, চিৎকার
আকাশ ভেঙ্গে বৃষ্টি ! ভয়, শঙ্কা, সন্দেহ-
দাদাগিরি, প্রতাপ, পরিত্যাক্ত ঘোষণার
-না, ওসব কিছুনা । বিজয় এভাবেই হয় !


শক্ত কাঁটাতারের বেড়া, অহংকার নয়
তবুও বুনো ষাঁড়ের ধাক্কায়
আমাদের অবুঝ বুকের খাঁচা ভেঙ্গে যায় ।


ভাল হও দাদাঠাকুর, হাত বাড়িয়ে রেখেছি...