ঘর আছে
কিন্তু ঘরে থাকা যায়না
প্রতিবাদের খাতায় নাম উঠেছে,
এক মুঠো আলোর জন্য রাষ্ট্রদ্রোহী;
কানাগলি পেরিয়ে শিশির ভেজা ঘাসে
লম্বা পা ফেলে কতদূর এগিয়ে যাবে ?


আকাশের পিঠ ছুঁয়ে আছে শকুনের ডানা
তীক্ষ্ণ চোখে লাশের অনুসন্ধান,
অন্ধকার ঘণিভূত হলে
ভাঙ্গা চাঁদের আলোয়, শিশির ভেজা ঘাসে
নির্ভাবনায় পড়ে রয় কেউ, তারপর
বাতাসে খুঁজে নেয় আকাশের ঠিকানা,
শরীর জুড়ে সাতান্নটা গুলির চিহ্ন !


বন্দুক নাই, তবুও ওরা হয়ে যায় বন্দুকযোদ্ধা !