পাল তুলে নৌকা চালাও, সুজন মাঝি
ভাটিয়ালি সুর কন্ঠে তোমার, পরাণ জুড়ায়;
ঘরে ফিরে ভালোবাসার বউ, সোনাবানু
কাছে এসে মিষ্টি হাসে, হৃদয় ব্যাকুল;
শিউলি, বাবু'র আব্বু ডাকে, কপোল চুমো
বাবা-মায়ের হারিয়ে যাওয়া, মুখটি যেন ।


ফাগুন এলেই একুশ আসে, ভাষা নিয়ে
রফিক, ছালাম, জব্বারের, কদর যত
বাকী সময় ইংলিশ ভার্সন, স্কুল খোঁজা
ভর্তিতে ব্যর্থ হলে, গলদ ঘর্ম, স্বপ্ন বিফল !


সুজন মাঝি, ভাটিয়ালি সুর ছড়িয়ে দাও
নয় শুধু একুশের ভোর, নাঙ্গাপায়ে শহীদ মিনার ।