ঝড়ের বেগে উলকা পড়ে
বাঁশের মাথায় রঙিন দিন,
হাড় কাঁপানো শীত গেছে
মাঘ মাসের এক শেষ বিকেল;
ঘামছি নাকি কাঁপছি বসে
অনুভূতির একি রকমফের !


দিনের আলো নিভে গেলে
জলের মতো রক্ত খাও,
চটি জোড়া পড়ে থাকে
পুকুর নদী খাল বিল;
ক্রসফায়ার আজ বন্দুকযুদ্ধ
প্রতিবাদের ভাষাহীন ।


কোথায় আছো মুক্তিসেনা
একাত্তরের অগ্নিদিন,
মুক্ত করো মাতৃভূমি
স্বপ্ন দেখাও শুভদিন ।