কবিতা লেখা হলোনা আমার
পড়ে আছে ছেড়া খাতা, বই, ভাঙ্গা কলম;
কুড়িয়ে নেওয়া কাগজের টুকরো, মিলাতে মিলাতে একশেষ
কম্পিউটারের শরীর জুড়ে কেবল অভিশাপ !


আকাশের আয়নায় মুখ দেখে
যদি বেরিয়ে পড়া যেতো, দীর্ঘ পথ...
না কামানো মুখে রাজ্যের দাড়ি,
কাঁধে ঝোলানো ব্যাগ, শুকনো রুটি
হাঁটছি...


নদীর ঢেউ গুণে গুণে সময় পার
যে তুমি বসে থাকো, মুখ ভার;
সকাল দুপুর বিকেল, ঘুরে ঘুরে প্রতিদিন
তোমার কাছে ফিরে আসা, রাতদুপুর ।


কলম ভাঙ্গো, ছিড়ে ফেলো কবিতার খাতা, বই;
কুড়িয়ে নেওয়া কথা, মিলাতে মিলাতে একশেষ
আমার আর কবিতা লেখা হলোনা !