লোকাল বাসের ভিড় ঠেলে
হাতল ধরে দাঁড়িয়ে,
পার হতে হবে শহর, শহরতলী
জানালা বন্ধ, ভেতরে উৎকট গন্ধ
ঘামছি, বমি হবে ?
মাঘের শেষ বিকেল আসতে
এখনো কয়েকদিন বাকী ।


শান্তির জন্য পায়রা খুঁজছি
জাম গাছের মচকানো ডালে
যেদিন অন্ধকারকে ধরে ফেলেছিলাম
সেদিনও শান্তি জোনাকি হয়নি !


ট্রেডমার্ক সময়, সবাই ছুটছে...
বাসের ভিড়, গরম, উৎকট গন্ধ, ট্রাফিকজ্যাম
শহর, শহরতলী পার হয়ে...


কতখানি শান্তি রাখা যায় শিথানে !