বলেছি চলে যাবো, কিন্তু কেন যাবো ?
রাস্তা পেরুলেই খোলা আকাশ
সীমানার পর সীমানা, ধোঁয়াশা
আছড়ে পড়া ঢেউ-এ পানসি নৌকা


পাখির ঠোঁটে বসন্ত বাতাস, ছুঁয়ে যায়
রঙতুলি, কালি, কলম, প্রতিদিন ছেড়া খাতা
জুস, ললিপপ আর পটেটো ক্রেকার্সে অফুরন্ত স্বাদ


ময়না পাখি, তুমি নও খাঁচায় বন্দি
থাক অনাবিস্কৃত, হাজার ঝিনুকের মাঝে মুক্ত
টক, ঝাল, মিষ্টিতে নেই এ্যালার্জি


ছায়া পেলে, আমি আর কিছু চাইনা !