প্রতিদিন ভাবি, আজ তোমাকে সাজাব
দু'তলার দখিনের ঘর, বন্ধ দুয়ার
শরীর ভেঙ্গে পড়া কাঁচের টুকরো
কুড়িয়ে নেওয়া বুনো ফুল
নদীর নরম বুকে সারারাত


ভেসে ভেসে ভোরের শিশির
এলোচুল, মাতাল করা হাওয়া...
প্রতিদিন ভাবি ।


তুমি-আমি বিচ্ছিন্ন জনপদ
বাতাসে বারুদ ছড়ানো বিষ


ঘৃণা পাল্টা ঘৃণা, মোহহীন !