ইচ্ছেগুলো আজ লন্ডভন্ড
আগুনে পোড়া কাবাব, হর-হামেশা
মাটির গন্ধ সোনাতলা, পুত্রশোক
রাত্রি হলে ভয়ের নদী, পালায় কোথায় !


মুঠোবন্দি দু'হাত, কিছু নেই, ধোঁয়া
সিঁড়িহীন তে-তলা ঘর, পাইপ বেয়ে উঠতে পারবে ?
কার জন্য এই গোল টেবিল বৈঠক ?


বৃষ্টি নেই, ভেজা হাওয়ার বায়না, বৃথা !