চুপচাপ বসে আছি, ঘোর অন্ধকার
যে হাতে আলোর শিখা, লজ্জাহীনা;
বলছো, চোরের গলায় মালা পরাতে হবে
ডুগডুগি বাজিয়ে হাত তালি দাও
আলো আসবে, অসামান্য আলো !


যে চোখের দৃষ্টি এখনো গভীরে পৌছায়নি
সবুজ ছুঁয়ে রাজপথের বাতাস আর ফুটপাথের কণ্ঠ
ডন্ট কেয়ারে গড়া তিন স্তরের শক্ত বাঁধ
সে এখনো বাতাবি লেবুর তলায় ভ্রমরের গুঞ্জন,
গোদের উপর কোন বিষ ফোড়া হয়নি
অতএব, ডাক্তার ডাকার কোন প্রশ্নই উঠেনা ।


আমরা সবাই ভাষাহীন, মুখচোরা
অন্ধকারে সঁপে দিয়েছি আলোর শিখা,
বেশতো, চলছে গাড়ী যাত্রা বাড়ি
শুধু, পেট্রোল বোমায় যেন ভয় না করি !