মাঘ মাসের এক মেঘলা দুপুর, ছুটছে একা...
শীত বুড়ির ঝরঝরে গা, পাতলা কাপড়
ইচ্ছে হলেই বেরিয়ে পড়ব, সাহস কোথায় !


পেট্রোল বোমায় পুড়ছে মানুষ, বাতাস ভারী
আতংকের মাঝে দিন গুনা, শেষ হয়না...


রাত পোহালে লাশের হিসাব, আর কত
ক্রশ ফায়ারের গল্পটা আজ, বেশ পুরানো


কেউ দেবেনা শান্তি আমায়, দৈত্য-দানব
চোখের ভাষা বুঝতে হবে, ঐক্যমতে


তোমার হাতে ভাবনা আমার, বন্ধক রাখা
হাসি ফুটুক লাল-সবুজে, পাতাবাহার ।