মৃত্যুকে নিমন্ত্রণ করিনি, তবুও
হঠাৎ এসে দাঁড়িয়ে থাকে দুয়ারে ।
ড্রইং রুমের শো-পিস, ওয়ালম্যাট, পর্দা
দ্রুত রঙ বদলায়, ধূসর থেকে ধূসর
বুকের মধ্যে চিলিক মারে, কম্পিত চোখ


চায়ের কাপে ধোঁয়া উঠছে-
             ইতিহাস বদলাতে হবে,
মেহনতি হাত আরো শক্ত করো, কঠিন
অত্যাচারী শাসকের টুটি চেপে ধরো


অন্ধকার নামতেই হাওয়া, শুনশান নীরবতা
দূরে কি কোথাও শব্দ হলো, ক্রশফায়ার ?
মৃত্যুকে নিমন্ত্রণ করিনি, তবুও
হঠাৎ এসে দাঁড়ায় দুয়ারে
তারপর কাছাকাছি গলি, পুকুরপাড়, ধানক্ষেত...


আকাশ তারকা হয়, বাতাসে ভেসে ভেসে ।