শীতের রাতে ঝড়ো হাওয়া
       মেঘনায় ঢল
পাংসু মাঝির উদাস দৃষ্টি
অভিজাত যাত্রী, নৌকা টলমল
       শুনছিস, জোরছে চালা-
আধামন খাঁটি গুড়ের জিলিপির শিন্নি
বিলিয়ে দেবো পীরের মাজারে,
বেঁচে থাকতে হবে, নিরাপদ আশ্রয় চাই


প্রার্থনা কবুল হয়, কাটে সহযাত্রীর ভয়
বেঁচে থাকার প্রশান্তি, অনন্য শান্তি !


মাস ঘুরে ঘুরে হয় বছর পার
কিসের শিন্নি কিসের মাজার ।
বিপদের প্রার্থনা, উদ্ধারে খান্ খান্...


পাকা কলা, কাঁচ কলা আর ছলাকলায়
        এখন বাজার সয়লাব
পীর, মাজার, দরগা, শিন্নি
        বিপদের কলা ।
তুফান উঠুক পদ্মা, মেঘনা, যমুনা
        নিরাপত্তা-সুরক্ষিত ।