১. ক্ষুধা:


ভূতের বাড়ি দাওয়াত ছিল, পাংখু
আশা-আকাঙ্খার হাড্ডি মাংস
চিবিয়ে খাওয়া ।
ক্ষুধা নেই, ক্ষুধা আছে
বাঁশ বাগানে আবছা আলোয় দ্রিম
নোকিয়া ফোনে রিংটোন
সাদা বাড়ি, কালো মুখ, পিছনে পুকুর


ক্ষুধার একাংশ নিবৃত্ত হলে
ভাংগা থালায় মুছে যাওয়া সিঁদুর !


২. কান্না:


বড্ড কাঁদতে ইচ্ছে করে
আসন পেতে বসে
       ফুঁপিয়ে
           ফুঁপিয়ে
লাইট, ক্যামেরা, ফোকাস
ওলামায়ে কেরাম
পিন পতন নিরবতা !


শালা, আমার একটা আসনও নেই
কাঁদতে গেলেই খেঁকি কুকুর
       হা করে চেয়ে থাকে ।