জলের নিচে আকাশ, ধ্রুবতারা অন্ধ ।
বেঁচে থাকার স্বাদ, খোলা মাঠ
দল বেঁধে পায়রার উড়ে চলা ।
মাঠ আছে, মাঠ নেই
নিঃশ্বাসে সর্বহারা
ভাঙ্গা কাঁচে আটকানো দৃষ্টি
বসন্তের ছায়াহীন আকাশ
ওলি কোথায়, মনে পড়েনা
শিমুলের ডালে কাকাতুয়া ভাবনা !


খাঁ খাঁ দুপুরে উত্তপ্ত বাতাস
ফেটে যাওয়া ফল থেকে তুলো উড়ছে
আকাশ, নদী, নীল পাহাড়...


ক্ষেপা বাউল, ভুল আয়নায় বসন্ত রঙ ।