মঙ্গলদীপ নিভে গেছে, ঝড়ো হাওয়া
শকুনের ডাক শহরে আজ কাব্য নেই


তোমার জন্য বসে থাকব, জায়গা কোথায়
পা বাড়ালেই গা ছমছম পাগলা ঘোড়া


পথের মাঝে পথ হারানো যখন তখন
আর হবেনা ভবঘুরে রাস্তা মাপা


উর্দি পরা ব্যাঙের ডাকে যাচ্ছেতাই
ভুলে গেছে তার সীমানা পুকুর পাড়


রাত্রি হলে আকাশ কাঁপে রক্তলাল
শহর এবং শহরতলি ভয়ংকর


মিথ্যে বলা ক্ষমতালোভি বেপরোয়া
প্রতিবাদে পেট্রলবোমা বাড়ছে ঘৃণা


আকাশ বাণী, মেসেস অপসন খোলা রেখো
দেখা হবে আঙুল ছুঁয়ে নতুন এক বাংলাদেশে ।