রাস্তার ধারে গাছ লাগায়
      একদিন বৃক্ষ হবে
      ক্লান্ত পথিক
জিরিয়ে নেবে পথের দূরত্ব


সোনালী রোদ, কমলা রোদ, আর
মিষ্টি রোদে পার করব শীত, গ্রীষ্ম, বর্ষা
      সময় এখন ডাকাতিয়া
      ধ্বংসলীলায় অষ্টপ্রহর
বাবলা কাঁটায় পা আটকায় সহসা
কাঠ ফাটা রোদেও জঞ্জাল বাড়ে
       গাছ বাড়েনা


সোনার বাংলা চেঁচায়-
        ছায়া দে ! একটু ছায়া দে !!