অন্ধকারে ঢাকা পড়েছে চৌদ্দ বছর
এখন অভিশপ্ত ভিটে, ঘুঘু চরা
ঘৃণার জলাভূমি, নষ্ট পুকুর,
কেন টেনে-খুঁড়ে বের করো ডাকাতিয়া !


কচি হাত, কচি মুখ
ভালোবাসা আমার দৌড়ে ছুটে চলা, সহজিয়া
মাথাভাঙ্গার স্বচ্ছ জলে মুখ দেখা
সোনালী ফসলে বেড়ে উঠা


পিছনে কিছু নেই, ছায়াহীন অন্ধকার, খড়কুটো
পেট খালি করা বিষ্ঠা, দূর্গন্ধ;
আমাকে পিছনের কথা বলোনা
তাহলে পিচ্চি হান্নান হয়ে যাবো
সাতানব্বই খুনের আসামী ।