তোমার জন্যই ঘর করেছি, আশ্রয় ।
পথের ক্লান্তি শেষে উড়াল মেঘ
ভিজিয়ে দেওয়া ক্ষেতের ফসল, বিক্ষিপ্ত
                               আর নয় ।


বসন্তের ফুল ছড়াও চাঁদ বদন
ঘুঘুর ডাকে ভোর হোক বাগান বাাড়ি
এসো, বৃষ্টির জল ধরি টিনের চালে


মাটির মায়া, ভালোবাসায় মরমীয়া ।