অন্ধকারে এসোনা
ফুল তোলা রুমালে কবিতার কথা
ভাঁজ করে রাখো বুকের সিথানে
ধানমন্ডি, গুলশান, বনানী কিংবা মিরপুর
বাইশ বছরের চেনা মহানগর
অচেনা, ভূতুড়ে আতংকের সাদা পোশাক ।


ঝুঁকি আছে, তবু
দিনের আলোতে এসো,
কথা হতে পারে, রঙিন জল কামানে
বিষাক্ত পিপার স্প্রে'র অনর্গল হাঁচিতে
দৌড়ে পালানো হোঁচট খাওয়া রাজপথে
হার্ডলাইন পুলিশের লাঠি পেটাতে
অথবা হ্যান্ডকাফ পরা থানার কাস্টডিতে


দুই মাস, ছয় মাস অথবা এক বছর
জেলভাত কয়েদি, তুমি ফিরে আসবে, তবু
অন্ধকারে এসোনা, সোনা
গুম হলে, লাশ খুঁজে পাবোনা ।