হাত ধরে পার হও আকাঙ্খার নদী
আগুনের ফুল ফোটাও বারুদের গন্ধে
তুমুল শব্দে কেঁপে উঠে বুকের কপাট,
ছড়ানো রক্ত, মগজ, হাতের কব্জি
খোলা চোখে আজন্মের ঘৃণা-


ভদ্রলোক, দেশপ্রেমীক, পেশাদার কলাম লেখক
রাত হলে ধোঁয়া তোলা টক শো
আর কত রক্ত ছড়ালে ভাঙ্গবে ঘুম,
পৌষের শীতে আড়ষ্ট বিবেক ।


প্রতিদিন জমা হচ্ছে নতুন রসদ, মাল-মসলা
নির্জীব হাত, পা বাড়ালে তাক করা রাইফেল
পিপার স্প্রে-তে বাড়ছে শ্বাস কষ্ট


গণতন্ত্র, তুমি আজ নির্বাসনে !