চাটগার উদ্দেশ্যে ফুলগাজি ট্রাক
      পার হয় শহরতলী
রফ্তানী আয়ে বাড়াবে মাথাপিচু আয়


গরীব ঘরের ছেলে আবু তাহের
ভাল রেজাল্ট করে বাড়িয়েছে
      প্রত্যাশার সীমা
বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষায় বিদেশ পাড়ি
কোর্স শেষে আর নয় দেশে ফেরা
পঁচা, ডোবা, নালা, মশার কামড়
ঘিনঘিনে রাজনীতির বেলেল্লা দেশ
    কার ভাল লাগে ফিরতে !


দিন দিন এইসব মেধাবীদের উঠতি মুখে
     লম্বা একটা "বাংলা ছাড়ো"
           ভিসার লাইন


ওগো আমার স্বপ্নে রাঙা সোনার দিন
        এসো নতুন রাত
সারা জীবনের সঞ্চয় দিয়েও যেন
মেয়ের জন্য কিনতে পারি
একটি প্লেনের টিকিট


আড়ালে ঝরে বাংলা মায়ের চোখের জল !